





অবাক করার মতো বিষয়! অপারেশন করে চেহারা বদলেছেন বলিউডের সুন্দরীরা। এমন ৯ সুন্দরীর






ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের অ্যালবাম। প্রিয়াঙ্কা চোপড়া : তিনি নাকে প্লাস্টিক সার্জারি






করিয়েছেন। এই নিয়ে বলিউডে অনেক বিতর্ক হয়েছে। যদিও প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমের সামনে কখনোই তা স্বীকার করেননি






আনুশকা শর্মা : \’রব নে বনা দি জোড়ি\\\\\’ দিয়ে বলিউডে হাতেখড়ি তার। কিন্তু \’পিকে\’ ছবি করার আগে ঠোঁটে সার্জারি করান অনুশকা শর্মা।
ক্যাটরিনা কাইফ : তিনি নাকি নাক ও ঠোঁটে কসমেটিক্স সার্জারি করিয়েছেন।
কোয়েনা মিত্র : এ নায়িকা নাক, ঠোঁট, গাল ও ভ্রু পুরোটাই প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
কঙ্গনা রানাউত : \’গ্যাংস্টার\’ ছবিতেই কঙ্গনা রানাউত মন জয় করেছিলেন দর্শকের। কিন্তু পরে গাল ও ঠোঁটে সার্জারি করেছে বলে শোনা যায়।
মৌনী রায় : \’কিঁউকি সাঁস ভি কভি বহু থি\’ টেলি ধারাবাহিক দিয়ে তার ক্যারিয়ার শুরু। পরে ঠোঁটে প্লাস্টিক সার্জারি করে নিজের ভোল বদলে ফেলেছেন। এই মুহূর্তে বলিউডের বেশ কয়েকটি ছবি মৌনী রায়ের ঝুলিতে।
গৌহর খান : তিনিও ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে কানাঘুষো শোনা যায়।
রাখী সায়ন্ত : তিনিও ঠোঁটে সার্জারি করিয়েছেন বলে শোনা যায়।
শিল্পা শেটি : একেবারেই নিজেকে বদলে ফেলেছেন শিল্পা শেটি। নাক ও ভ্রু হাড়ে অস্ত্রোপচার করেছেন তিনি। সূত্র:ইন্টারনেট