





তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দায় অভিনয় আর মিউজিক






ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন। তবে তানজিন তিশাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়






সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে সম্পর্কের কারণে। বেশ কিছু দিন তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। মাস তিনেক আগে তাদের সম্পর্ক ভেঙে যায়। ফলে আবারও খবরের শিরোনামে আসেন তিশা।
সম্প্রতি তানজিন তিশা নিজেই তাদের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ করেন। একটি জাতীয় দৈনিকের কাছে তিনি জানান, হাবিবকে বিশ্বাস করে তিনি ভুল করেছেন। তবে সম্পর্ক না থাকলেও তিনি হাবিবের ভালো চান। বর্তমানে হাবিব ও তানজিন তিশা দু’জনেই যার যার মতো করে আছেন।
এদিকে সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত তানজিন তিশা। নতুন জীবন নিয়ে তিনি কী ভাবছেন? নতুন কোনও সম্পর্ক বা বিয়ে করবেন কিনা? এসব প্রসঙ্গে তিনি জানান, এখন শুধু কাজ নিয়ে থাকতে চাই। এছাড়া আমি এখনো মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত নই। তাছাড়া আমার এখনো বিয়ের বয়স হয়নি।
তিশা আরও জানান, অনেকেই মনে করেন হাবিব ও তার স্ত্রী রেহানের ডিভোর্স আমার কারণে হয়েছে। আসলে তা না। তাদের ব্যক্তিগত ঝামেলার কারণেই বিচ্ছেদ হয়েছে।
বর্তমানে নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজে ব্যস্ত রয়েছেন তানজিন তিশা। সম্প্রতি ‘তোমার আকাশ’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তিনি। এটি গেয়েছেন সুস্মিতা আনিস।