





বিশ্ব মা দিবস রোববার। বিভিন্ন আয়োজনে পালিত হবে এ দিনটি। দিবসটিকে সামনে প্রতিটি সন্তান






তার মাকে আলাদাভাবে শ্রদ্ধা জানান। আর পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ কণ্ঠে তুলেছেন মায়ের একটি গান। গানের শিরোনাম ‘মায়ের প্রিয় মুখ’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি। সম্প্রতি সুইডেন ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেই এ গানটিতে কণ্ঠ দেন কাজী শুভ।
এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, মাকে ভালোবাসার জন্য আসলে কোনো দিবস লাগে না। তারপরও বিশ্বের সব মাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি দিবস করা হয়েছে। এ দিবসেই পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘প্রিয় মায়ের মুখ’ গানটি করেছি। আশা করছি ভালো লাগবে সবার।