





তিন বছর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন’ ছবিতে মিশা সওদাগরের বোনের চরিত্রে






অভিনয় করেছিলেন অভিনেত্রী বিপাশা কবির। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে দুই
ভাই-বোনের অভিনয় দর্শক বেশ উপভোগ করেন। এবার তিন বছর পর আবার মিশার ছোট বোনের চরিত্রে অভিনয় করলেন বিপাশা। ছবির নাম ‘পাষাণ’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এ প্রসঙ্গে বিপাশা কবির বলেন, তিন বছর পর আবারো মিশা ভাইয়ের ছোট বোনের চরিত্রে অভিনয় করলাম। তিনি অনেক আদর করেন আমাকে। অভিনয়েও অনেক সহযোগিতা করেন মিশা ভাই।
আদর করে তিনি শুটিং সেটে ‘বাবু’ বলে ডাকেন। ‘পাষাণ’ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। এ ছবিতে মিশা ভাইয়ের একমাত্র আদুরে বোনের চরিত্রে আমাকে দেখবে দর্শক। এরইমধ্যে এ ছবির শুটিং শেষ হয়েছে। তবে ওমের সঙ্গে একটা গানের শুটিং বাকি রয়েছে। আশা করছি, এ ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবির বাইরে বিপাশা কবির ‘খাস জমিন’ ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করছেন সরোয়ার হোসেন।