





বাংলাদেশের দর্শকেরদের মাতিয়ে এখন টলিউড কাপাচ্ছেন বাংলাদেশের রুপলি পর্দার তারতারা। এ






দেশের নায়ক-নায়কিরা অনেক দিন ধরেই জমিয়ে কাজ করছেন টলিউডে। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয়






মেনস্ট্রিম নায়িকা মিমকে নিয়ে পার্কে প্রেম করতে গেলেন সোহম। কখনও পার্ক, কখনও শপিং মলে সোহম এবং মিমের প্রেমকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক রাজা চন্দ্র। এরকম একটি প্রেমের গল্পই দেখা যাবে বড় পর্দায়। আগামী শুক্রবার মুক্তি পাবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত ছবি ‘ব্ল্যাক’। শুধু মিমই নয় এর আগে টলিউডে কিছু সুপার হিট ছবি উপহার দিয়েছে বাংলাদেশের ফেরদৌস। আর জয়ার হাসানের কথাতে না বললেই নয় করান এখন টলিউডের কিছু উজ্জল নক্ষত্রগুলোর মধ্যে তিনি একজন। শুধু এরই নয় বাংলাদেশের আরো অনেক নায়ক-নায়িকারা টলিউডে।