Home / মিডিয়া নিউজ / তিন নায়িকা নিয়ে হিরো আলমের নতুন মিশন

তিন নায়িকা নিয়ে হিরো আলমের নতুন মিশন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত মডেল, অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো

আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী হিরো আলম এবার সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। ‘সাহসী যুবক’

নামে এই সিনেমায় তার নায়িকা থাকবেন তিনজন। আর এটি নির্মাণ করবেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

হিরো আলম জানান, তার প্রযোজিত সিনেমা ‘সাহসী যুবক’-এ অভিনয় করবেন তিনজন চিত্রনায়িকা। এর কাহিনী লিখেছেন হিরো আলম, সংলাপে আছেন পি জে মোস্তফা। এতে গান থাকছে পাঁচটি। ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে পূবাইলে।

হিরো আলম বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনায় আসছি। তাছাড়া এবারই প্রথম একক নায়ক হিসেবে চলচ্চিত্রে আমার আত্মপ্রকাশ ঘটবে। এর আগে, আমি “মার ছক্কা” নামে একটি ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছি।’

হিরো আলম আরও বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আর আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। এর মধ্যে দু’জন নায়িকা বেশ পরিচিত মুখ। আমি তাদের নাম এখন বলবো না। শুটিং শুরুর দিন বিষয়টি সবাইকে জানানো হবে।’

Check Also

‘এখন মরলেও তৃপ্তি নিয়ে মরতে পারবো’

ঢাকাই সিনেমায় ষাটের দশক থেকেই সফল পদচারণা সুজাতার। ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন …

Leave a Reply

Your email address will not be published.