Home / মিডিয়া নিউজ / সৃজিতকে ‘আব্বু’ ডাকেন মিথিলা ভিডিওসহ

সৃজিতকে ‘আব্বু’ ডাকেন মিথিলা ভিডিওসহ

বর্তমান সময়ের অন্যতম আ’লোচিত জুটি সৃজিত-মিথিলা। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে

খবরের শিরোনাম হয়েছেন তারা। সম্প্রতি একটি ভি`ডিওর কারণে ফের আলোচনায় এসেছেন।

ফেসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপে ভা`ইরাল হয়েছে ভি`ডিওটি। ভি`ডিওতে দেখা যায় সৃজিত বলছেন, ‘ও (মিথিলা) আমাকে তিনটা নামে ডাকে। একটা হলো সৃজিত, একটা বো, একটা হলো আব্বু।’

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় প্রেমের স’ম্পর্কে থাকার পর গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা।

বিয়ের আসর বসেছিল কলকাতায় সৃজিতদের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং কাছের কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব।

বিয়ের পর দিনই নব দম্পতি হানিমুন করতে উড়ে যান সুইজারল্যান্ডে। এটি মিথিলার দ্বিতীয় বিয়ে। তার প্রথম ও সাবেক স্বামী বাংলাদেশি গায়ক ও অ’ভিনেতা তাহসান রহমান।

Check Also

নতুন ‘সংসার’ শুরু করলেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক : এক দশকের ক্যারিয়ারে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *