





বলিউড সুপার হিরো সালমান খানের প্রেম, পরিণয়, বিয়ে, বিচ্ছেদ- এসমস্ত কিছু নিয়ে ভক্তদের আগ্রহের






কমতি নেই। তিনি কেন বিয়ে করছেন না, কিংবা বিয়ের তারিখটি কবে, কার সঙ্গে বিয়ের মালাবদল






করবেন তিনি, এই প্রশ্ন করে জর্জরিত করে ফেলা হয়েছে তাকে এবং তার পরিবারকে। কিন্তু হঠাৎ করেই একটি পক্ষ দাবি করে বসলেন, বউ বাচ্চা বিদেশে রেখে বলিউড শাসন করছেন সালমান!
সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে এমন দাবি করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ দাবি করেছেন, সালমান বিবাহিত। তার স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকী সালমানের এক সন্তানও রয়েছে বলে দাবি জানান তারা। সালমানের স্ত্রী-সন্তানের কথা তার কাছের মানুষরাই নাকি শুধু জানেন।
প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমান খান। এর আগে সালমানের সঙ্গে একাধিক জনের সম্পর্কের কথা সামনে এসেছে। কিন্তু এবারে যে তথ্য সামনে এসেছে তা কতটুকু সত্যি, এই নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অনেকের ধারণা, সালমানের আসন্ন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ এর প্রচারণার জন্য এসমস্ত গুজব ছড়ানো হচ্ছে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সালমান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি।