





দীর্ঘ দেড় বছরের বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন অভিনেত্রী অপি করিম।






‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।






সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন। এটি পরিচালনা করছেন অমিতাভ রেজা। গত ১৭-২৬ ডিসেম্বর দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন স্থানে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
তিনজন মানুষের ভ্রমণের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিনি। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন। তাকে জবা নামেও ডাকা হয়। এছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নিভেল ও রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করছেন।
প্রায় দেড় বছর আগে আশফাক নিপুণের পরিচালনায় একটি নাটকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল তাকে। বিরতি কাটিয়ে আবারো অভিনয় করেছেন অপি করিম। অমিতাভ রেজার পরিচালনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ দেড় বছর পর দর্শক এক নতুন রুপে দেখবেন এই অভিনেত্রীকে। আগামী মার্চে একটি ওয়েব চ্যানেলে সিরিজটি দেখা যাবে।