Home / মিডিয়া নিউজ / একেবারে দুমড়ে-মুচড়ে গেল নায়িকার গাড়ি!

একেবারে দুমড়ে-মুচড়ে গেল নায়িকার গাড়ি!

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে ‘সুপার হিরো সুপার হিরোইন’ খ্যাত অভিনেত্রী শম্পা হাসনাইনের ব্যক্তিগত গাড়িটি।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ রোডে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে শম্পার গাড়িটি। তবে শম্পা তখন গাড়িতে ছিলেন না।

এ প্রসঙ্গে শম্পা হাসনাইন বলেন, ‘গতকাল আমার জন্মদিন ছিল। এজন্য মা ঢাকায় এসেছিলেন। আজকে মা ময়মনসিংহে ফিরছিলেন। ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডে হোতাপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাকে বহনকারী গাড়িটির পেছনে আরেকটি মাইক্রোবাস ছিল। সেটি এসেও আমার গাড়িটিকে ধাক্কা মারে।’

তিনি আরো বলেন, ‘তবে আলহামদুলিল্লাহ! কারণ মা ও ড্রাইভার দুজনেই সুস্থ আছেন। বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি। মা অল্প আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে এখন মোটামুটি ভালো আছেন।’

দুমড়ে-মুচড়ে গাড়িটির এমন অবস্থা হয়েছে যে, এটি আর ব্যবহার করার অবস্থায় নেই বলেও জানান শম্পা।

বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শম্পা। একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটকের কাজ বেশি করছেন এই অভিনেত্রী। ‘মাটির পিঞ্জিরা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে শম্পার। ‘লাভ ইউ প্রিয়া’, ‘এক্সকিউজ মি’, ‘ওয়ান ওয়ে রোড’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Check Also

বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না?

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই জুটির বক্স …

Leave a Reply

Your email address will not be published.