Home / মিডিয়া নিউজ / `অন্য মানুষের ছবি ভাইরাল করে লাভ কোথায়?`

`অন্য মানুষের ছবি ভাইরাল করে লাভ কোথায়?`

শোবিজ মিডিয়াতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্মাতা-অভিনেতা ইফতেখার আহমেদ ফাহমি ও

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক। স্যোশাল মিডিয়ায় গত সোমবার ভাইরাল হয় এই দুজনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি।

ফেসবুক গ্রুপে কে বা কারা ছবিগুলো পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবিগুলো শেয়ার করেন। এসব ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা বিতর্ক। এমন আলোচনার মধ্যে মুখ খুললেন আশনা হাবিব ভাবনা।

নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়ে ভাবনা বলেন, ‘কারো ইনবক্স এর কথা বা তথ্য , প্রচার করা। যে করেছে সে কোনও মানুষ হতে পারে না। তাকেও কোন মেয়ে জন্ম দিয়েছে। অন্য মানুষের ছবি ভাইরাল করে তোর লাভ কোথায়? আমরা সোশাল মিডিয়া ইউজ করতে শিখিনি।’

বেশ কয়েক মাস আগে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে ডিভোর্স হয় মিথিলার। এরপর সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী মিথিলা। একে একে আলোচনায় আসে গায়ক ও অভিনেতা জন কবির এবং কলকাতার নির্মাতা সৃজিত মুখাজির্র সঙ্গে প্রেমের গুঞ্জন।

Check Also

বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না?

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই জুটির বক্স …

Leave a Reply

Your email address will not be published.