





মুক্তির অপেক্ষায় রয়েছেন নন্দিত চিত্রনায়িকা পূর্ণিমার দুই সিনেমা দুই সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’।






অনেকদিন ধরেই আটকে রয়েছে সিনেমা দুটির কাজ। ছবিগুলো কবে নাগাদ শেষ






হবে কিংবা মুক্তি পাবে এ বিষয়ে নিশ্চুপ দুই ছবির নায়িকা পূর্ণিমা।






এদিকে নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন পূর্ণিমা। কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’ এর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম। গেল ১০ ও ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকাতে এর শুটিং সম্পন্ন হয়।
নতুন এ বিজ্ঞাপনে প্রসঙ্গে বাংলাদেশ জার্নালকে পূর্ণিমা বলেন, ‘কুমারিকা ব্র্যান্ড তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে ‘ইভা হেয়ার অয়েল’। এটারই কাজ করলাম। অনেকদিন ধরেই বিজ্ঞাপনটির জন্য আমার সাথে কথা হচ্ছিলো। কিন্তু করোনার কারণে কাজটি করা হয়ে উঠছিলো না। প্রায় ৩/৪ মাস ধরে তারা আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ তারা আমাকে নিয়েই কাজটি করতে চেয়েছিলেন। ভারতীয় ফ্লাইট যখন খুলে দিলো তখনই তারা আমাকে চূড়ান্ত করে। কারণ, হেয়ার স্টাইলিশ ছিলেন ভারতের, তাদের আসারও একটা ব্যাপার ছিলো। ফাইনালি সেটা করা হলো। আজকে বিজ্ঞাপনটির ভয়েস ওভার দিতে যাচ্ছি।’
সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘এখন তো খুব বেশি একটা কাজ করছি না। পরিবারকে সময় দেওয়া এবং এর ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রমোশনাল কাজগুলো করা হচ্ছে। এছাড়া ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’র কিছু কাজ বাকি ছিলো, এ মাসের শুরুতে সেটা শেষ করেছি। আর নতুন বিজ্ঞাপনের কাজটি করলাম। এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছি ওটিটি প্লাটফর্মের জন্য কিন্তু সেগুলো ফিরিয়ে দিতে হয়েছে। আমার মেয়ের অনলাইন ক্লাস করাতে হয়, ওর পাশে থাকতে হয় সারাক্ষণ। যার জন্য এখন করতে পারব না। চাইলে এখন ৪/৫টা ওটিটির কাজ করতে পারতাম কিন্তু আমি-ই পারছি না।’
মুন্সিগিরি প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন মাস আগেই এটার কাজ করেছিলাম। এরপর আবার কোরবানি ঈদের আগে কিছু অংশ করলাম এরপর এ মাসের শুরুতে একদিনের কাজ বাকি ছিলো সেটা শেষ করলাম। শুটিং, ডাবিং সবই শেষ করে দিয়েছি এটার।
ওটিটি নিয়ে আমার এখনও তেমন অভিজ্ঞতা নেই, এটাই প্রথম কাজ। আর অমিতাভ রেজা চৌধুরী অবশ্যই নিঃসন্দেহে একজন গুণী নির্মাতা। এছাড়া সাসপেন্স থ্রিলার গল্পেও এটা আমার প্রথম কাজ। দর্শকদের দেখতেও ভালো লাগবে। সিক্যুয়েন্সের পরের সিক্যুয়েন্স কি হবে, এরকম সাসপেন্স রয়েছে অনেক। দর্শক এটা উপভোগ করবে বলেই আমার বিশ্বাস।’
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে আবার নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন পূর্ণিমা। তিনি বলেন, ‘আগামীকাল থেকে আবার এটার শুটিং করব। কিছু প্যাঁচওয়ার্কের কাজ বাকি রয়েছে, সেগুলো করবো দুইদিন।’
‘জ্যাম’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জ্যাম’ আসলে জ্যামে আটকা পড়েছে। শিডিউল সংক্রান্ত ঝামেলা, পরিচালক-প্রযোজকদের মধ্যে লেনদেন সংক্রান্ত ঝামেলা রয়েছে। যার কারণে এটার বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। আর এটা নিয়ে আমি কথাও বলতে চাই না।’