Home / মিডিয়া নিউজ / জীবনের সঠিক ব্যক্তি কখনও তোমায় ভালোবাসাহীন হতে দেবে না,শান্তি দেবে।

জীবনের সঠিক ব্যক্তি কখনও তোমায় ভালোবাসাহীন হতে দেবে না,শান্তি দেবে।

টালিউডের নায়িকা নুসরাতের প্রেমকাহিনী কম আলোচনা হয়নি। সব বিতর্ক গায়ে মেখে কঠিন সময়ে

টালিউড নায়িকার পাশে দাঁড়িয়েছেন যশ। ছেলের জন্মের পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছেন নুসরাত।

সম্প্রতি যশের সঙ্গে একটি শুটে ব্যাংকক গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সমুদ্র সৈকতে বিকিনিতে ঝড় তোলেন নায়িকা।

মঙ্গলবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড পোস্ট করেছেন নুসরাত। সেখানে ভালোবাসা নিয়ে কিছু

কথা শেয়ার করেছেন এ অভিনেত্রী। ভালোবাসার মানুষের বা কাছের মানুষের উদ্দেশে কিছু কথা লেখে তিনি। নুসরাত লিখেছেন, যারা তোমার জীবনে সঠিক ব্যক্তি তারা চাইবে তুমি উন্নতি কর।

তাদের উপস্থিতিতে তুমি নিরাপদ অনুভব করবে। তারা তোমায় শান্তি দেবে। তারা কখনই তোমাকে ভালোবাসাহীন হতে দেবে না। কার কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না সেই আক্ষেপ অবশ্য প্রকাশ করেননি নুসরাত। ঈদের দিন সবাই শুভেচ্ছা জানাতে গিয়ে অনুরাগীদের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছিলেন নুসরাত। বরাবর পোশাক নিয়ে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।কিন্তু নেতিবাচকতাকে নিজের জীবনে জায়গা

Check Also

‘এখন মরলেও তৃপ্তি নিয়ে মরতে পারবো’

ঢাকাই সিনেমায় ষাটের দশক থেকেই সফল পদচারণা সুজাতার। ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন …

Leave a Reply

Your email address will not be published.