





বছর তিনেক হলো যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন পিয়া বিপাশা। তাই ছোট পর্দায় তার উপস্থিতি নেই।






জানা গেছে, সেখানে স্বামী-সংসার নিয়ে সুখে কাটছে সময়। পাশাপাশি একটি সফটওয়্যার ডেভলপার কোম্পানিতে চাকরি করছেন তিনি।






এদিকে দীর্ঘদিন পর পিয়া বিপাশা নতুন করে আলোচনায় আসলেন। জানালেন, ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’






প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। এক ভিডিওবার্তায় নিজেই তথ্যটি জানিয়েছেন এ অভিনেত্রী।
পিয়া বলেন, “ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ ‘মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। আবেদনের আগে পরিবারের সবার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা।”
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসবে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। ডিসেম্বর মাসের শুরুর দিকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারী অংশ নিচ্ছেন।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতায় এখন পর্যন্ত যুক্তরাজ্য, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও পেরুর প্রতিযোগীদের নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি।