





অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও সমান সফল। চলতি বছরের শুরুর দিকে






১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন এই অভিনেতা। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।






বুধবার থেকে ডিপজলের বাড়িতে ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু হয়েছে।






এই সিনেমায় তার বিপরীতে দুই নায়িকাকে দেখা যাবে। তারা হচ্ছেন চিত্রনায়িকা আঁচল এবং শিরিন শিলা। অমি বনি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর।
দাম্পত্য কলহসহ বিভিন্ন কারণে অহরহ ভাঙছে সংসার। এমন গল্প নিয়ে সিনেমার কাহিনি। গল্প প্রসঙ্গে ডিপজল বলেন, মানুষের সংসার কেন ভাঙবে? সংসারে দুঃখ-কষ্ট থাকবেই, তার মানে এই নয় যে, সংসার ভেঙে দিতে হবে। এই মেসেজ সিনেমার গল্পে দেওয়া হয়েছে।
গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি। ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে এগুলো মুক্তি দেয়া হবে বলে জানান ডিপজল।