





বাংলা চলচ্চিত্রে শাবনুরের আবির্ভাব প্রায় দুই দশকেরও বেশি সময় আগে। তার অভিনীত সিনেমাগুলো






দর্শকদের এগিয়ে নিয়েছে বাংলা চলচ্চিত্রের দিকে। শরীরের ওজন বৃদ্ধি ও বিয়ে সন্তান নিয়ে দীর্ঘসময়






ধরে অভিনয়ের বাহিরে আছেন। তবে আশার কথা হচ্ছে রোমান্টিক এই অভিনেত্রীকে শিগগির আবার






পর্দায় দেখতে পাবে ভক্ত- অনুরাগীরা। চলচ্চিত্রে ফিরছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে।তবে তাকে
অভিনয়ের জন্য শর্ত মানতে হবে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।কি সেই শর্ত জানতে চাওয়া হয় জাজের কর্নধার আব্দুল আজিজের কাছে?
উত্তরে তিনি বলেন,‘শাবনূরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁকে নিয়ে কাজ করতে গেলে ভালো ও বড় চরিত্রের প্রয়োজন। সেটা তৈরি করতে একটু সময় লাগছে। শর্তের বিষয়ে আব্দুল আজিজ বলেন, শাবনূর তার চরিত্রের জন্য সাস্থ্য কমাতে হবে। তার ফিটনেস এর জন্য ছুড়ে দেওয়া হয়েছে শর্ত। ছবি শুরু হওয়ার আগে ফিটনেস ঠিক করতে হবে।
আগামী বছর মার্চে শুটিং করতে পারব। ছবি ও পরিচালকের নাম ঘোষণা করব তখনই। ছবিতে কারা কাজ করবেন আর কে কে অভিনয় করবেন সে ব্যাপারে জানানো হবে। তবে শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণ করব যদি সে স্লিম হতে পারে।’ শাবনূরকে তার এই দীর্ঘদিনের ক্যারিয়ারে কোনও শর্ত মানতে হয়নি।এখন সেটাই দেখার পালা জাজের সাথে কাজের জন্য তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন!