





জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার সহধর্মিনী নাজিয়া হাসানের একমাত্র ছেলে আয়াশ।






চার বছর বয়সী আয়াশের অনেকটা হঠাৎ করেই অভিনয়ে আগমন।প্রথমবারের মতো অভিনয় করেছে শিহাব






শাহীন পরিচালিত “বিনি সুতোর টান” টেলিফিল্মে।একই টেলিফিল্মে বাবা জিয়াউল ফারুক অপুর্বর সাথে ছেলে






আয়াশের অভিনয় দর্শকরা দারুন উপভোগ করেছে।নাট্যঙ্গনেও আয়াশের অভিনয় বিপুল প্রশংসা পেয়েছে।
বিগত সময়গুলোতে অপুর্ব তার নিজের অভিনয় দিয়ে বাজিমাত করলেও গেল এক সপ্তাহ থেকে অর্থাৎ বাবা ছেলের অভিনয়ের পর থেকে সবার মুখে মুখে আয়াশের অভিনয়ের প্রশংসা শুনতে হচ্ছে।ছোট্ট আয়াশ নিজেও জানেনা অভিনয় কেমন হয়েছে তবে সে জানিয়েছে বাবার সাথে অভিনয় করতে ভীষন ভালো লেগেছে।অনুভুতি কেমন জানতে চাওয়া হলে অপুর্ব বলেন,”বাবা হিসেবে অনেক গর্ববোধ হচ্ছে।সবাই আয়াশের জন্য দোয়া করবেন।”