





ফুটিয়ে তুলেছেন নানা চরিত্র। সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটকে অভিনয় করছেন তিনি।






এখানে মেহজাবীনকে দেখা যাবে অ্যাম্বুলেন্স চালক সংগ্রামী নারীর চরিত্রে। মেহজাবীন চৌধুরী তার






ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র; আশা করি ভাল লাগবে সবার।’
নাম ঠিক না হওয়া এই নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন। রচনা-চিত্রনাট্য জাহান সুলতানার। সেটার একটি ভিডিও মেহজাবীন প্রকাশিত করেছেন নিজের ফেসবুক পেজে। আর প্রিয় অভিনেত্রীর এমন চরিত্র দেখে তর সইছে না ভক্তদের। তারা জানিয়েছেন মুগ্ধতার কথাও! এদিকে, জানা যায়, শনিবার (৪ জুন) থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হচ্ছে। আজ (৬ জুন) শেষ দিনের কাজ চলছে।
সাধারণত নারী অ্যাম্বুলেন্স চালক দেখা যায় না। কিন্তু নাটকের এক করুণ ঘটনা মেহজাবীনকে অ্যাম্বুলেন্স চালক হতে বাধ্য করেছে বলে জানিয়েছেন নির্মাতা আসছে কোরবানি ঈদে এ নাটকটি দেখা যেতে পারে বলে জানান পরিচালক।