





চারদিকে যখন শোবিজ তারকাদের সংসার ভাঙার খবর! তার বিপরীতে সুখের দাম্পত্য জীবন উদযাপন






করছেন অনেক শোবিজ তারকা। সেই খবর কজন রাখেন? চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুক ওয়ালে






রোববার বিকেলে তিনটা ছবি শেয়ার করে লিখেছেন, \’শুভ জন্মদিন তিনা। আগামী দিন-মাস-বছর






জুড়ে এই অনাবিল হাসি থাকুক আমাদের পরিবারে ও বাংলাদেশের প্রতিটি ঘরে।\’ তিনা কে? এটি নিশ্চয় নতুন করে বলতে হবে না। নায়ক রিয়াজের খোঁজখবর যারা রাখেন তারা জানেন তিনা রিয়াজের স্ত্রী। এই দম্পতি প্রায় এক যুগ ধরে সংসার জীবন উদযাপন করছেন। স্ত্রী তিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি আপলোড করেছেন রিয়াজ।
তিনার জন্মদিনে রিয়াজ-তিনা দম্পতির একমাত্র মেয়ে আমেরা সিদ্দিকী আয়োজন করেছে ঘরোয়া অনুষ্ঠান। সেখানে ব্যানারে লেখা রয়েছে, \’হ্যাপি বার্থডে মম\’। সঙ্গে ছোট্ট আমেরার ছবি। দেশের জনপ্রিয় তারকা অভিনেতা রিয়াজ ও মডেল তিনা বিয়ে করেন ২০০৭ সালের ১৮ ডিসেম্বর। বিয়ের প্রায় আট বছর পর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আমেরা সিদ্দিকী।
এদিকে গত সপ্তাহে দাম্পত্য জীবনে ৪৮ বছর পূর্ণ করেছেন নন্দিত অভিনয় শিল্পী আবুল হায়াত ও মাহফুজা শিরিন দম্পতি। তাদের বিবাহবার্ষিকীতে দুই মেয়ে বিপাশা ও নাতাশা আয়োজন করেছিলো ঘরোয়া অনুষ্ঠানে। শোবিজ তারকাদের এমন হাসিমুখই দেখতে চান ভক্তরা। রিয়াজ-তিনাকে ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়ে যেন সেই বার্তায় দিচ্ছেন। সূত্র: আরটিভি অনলাইন