Home / মিডিয়া নিউজ / অঞ্জলী আসছে; তরুণদের বুক কাঁপাতে

অঞ্জলী আসছে; তরুণদের বুক কাঁপাতে

চিত্রনায়িকা অঞ্জলি সাথী। এর আগে তার চারটি ছবি মুক্তি পেয়েছে।

চার ছবিতে অঞ্জলি নজর কেড়েছেন। বর্তমানে তিনি তিনটি ছবিতে অভিনয় করছেন।

সবগুলো মুক্তি পাবে শিগগির। অঞ্জলি অভিনীত তিনটি ছবি হচ্ছে ফিফটি ফিফটি লাভ, ডেঞ্জার জোন ও হৃদয় ছোঁয়া দিন।

অঞ্জলি বলেন, ফিফটি ফিফটি লাভ প্রেমের কাহিনির ছবি। ২০১৫ সালে ছবির শুটিং শুরু হয়েছিল। এই ছবিতে আমার নায়ক আশিক চৌধুরী। পরে প্রযোজকের সমস্যা থাকায় আরেকজন প্রযোজকের মাধ্যমে ছবির গল্প পরিবর্তন করে অরিন ও শাহরিয়াজকে নতুন করে নেওয়া হয়।

ডেঞ্জার জোন নির্মিত হচ্ছে অ্যাডভেঞ্চার-ভৌতিক ঘরানায়, যেখানে নায়ক রয়েছেন বাপ্পী এবং হৃদয় ছোঁয়া দিন পুরোপুরি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

সবগুলোর শুটিং শেষের দিকে। এই তিন ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শকরা।

অঞ্জলি আরো বলেন, আমি সবসময় চাই ভালো গল্প ও নির্মাতার সঙ্গে কাজ করতে। ভালো ছবিতে কাজ করার জন্য সব ধরণের চরিত্রের আমি প্রস্তুত। চাইলে গণ্ডায় গণ্ডায় ছবিতে সাইন করতে পারি। কিন্তু তা করিনা, কারণ মানহীন ছবিতে কাজ করলে ভালো ফিডব্যাক পাওয়া যায়না।

অঞ্জলি অভিনীত প্রথম ছবি রূপ গাওয়াল মুক্তি পায় ২০১৩ সালে, যেখানে নায়ক ছিলেন নিলয়। এরপরের বছর অনেক সাধনার পরে, ফাঁদ, হৃদয় দোলানো প্রেম ছবিগুলো মুক্তি পায়। অভিনেত্রী জানালেন, আরো কয়েকটি ভিন্নধর্মী গল্পের ছবিতে অভিনয়ের কথা চলছে। শিগগির এসব ছবিতে চুক্তিবদ্ধ হয়েই জানাবেন অঞ্জলি।

Check Also

নায়িকা হওয়ার জেদ: ১৫ বছর ঘর ছাড়া, জমি বিক্রি করে বানালেন সিনেমা

সিনেমার শীর্ষ নায়িকা হবেন বলে ছোটবেলায় চট্টগ্রামের আনোয়ার এলাকার বাড়ি ছেড়েছিলেন সুলতানা রোজ নিপা। প্রতিজ্ঞা …

Leave a Reply

Your email address will not be published.