Home / মিডিয়া নিউজ / কতদিন ভয়ে ভয়ে জীবন কাটাব: অক্ষয় কুমার

কতদিন ভয়ে ভয়ে জীবন কাটাব: অক্ষয় কুমার

করোনা মহামারির কারণে অনেকদিন থেকেই বলিউড সিনেমার শুটিং বন্ধ

রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আবারো শুটিং শুরুর পরিকল্পনা চলছে।

করোনা আতঙ্কের মধ্যেই শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

শুটিং শুরুর ব্যাপারে ভয় কাজ করছে কিনা জানতে চাইলে অক্ষয় কুমার বলেন, ‘আগে ভয় পেতাম। কিন্তু, কতদিন ভয়ে ভয়ে জীবন কাটাব? মহামারি যখন শুরু হয় এটি সম্পর্কে মানুষের খুব বেশি ধারণা ছিল না।

কীভাবে সংক্রমণ হয় এটিও খুব ভালোভাবে কেউ জানত না। এজন্য অনেক ভয় ছিল। এখন এটি সম্পর্কে আমরা অনেক কিছু জানি এবং ভালো ইমিউন সিস্টেম থাকলে এটিকে হারানো সম্ভব। তাই, শুধু আমার নয়, শুটিং ইউনিটের সকলের নিরাপত্তা নিশ্চিত করে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি।’

তার এই সিদ্ধান্ত অন্যদের ওপর প্রভাব ফেলছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যদের ব্যাপারে বলতে পারব না।

শুধু বলতে পারি, আমি শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছি এবং খুব শিগগির অনুমতি নিয়ে শুরু করতে পারব। আমার মনে হয় ক্যামেরা থেকে খুব বেশিদিন দূরে থাকতে পারব না এবং সেটে ফেরার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত।’

শুটিংয়ে ফেরার বিষয়ে পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে অক্ষয় বলেন, ‘পরিবার আমাকে খুবই সহযোগিতা করে। তারা জানে আমি কোথা থেকে এসেছি এবং ঘরে চুপ করে বসে থাকার মানুষ নই।

প্রকৃতপক্ষে, আমাদের সকলের কাজের জন্য ঘর থেকে বের হওয়া উচিত। অন্যদের আগেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

বর্তমানে অক্ষয়ের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। খুব শিগগির ‘বেল বটম’ সিনেমার শুটিংয়ের জন্য লন্ডন যাবেন এই অভিনেতা। এরপর ভারতে ফিরে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং করবেন তিনি।

Check Also

বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না?

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই জুটির বক্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *