Home / মিডিয়া নিউজ / শ্রেয়া ঘোষালের চুমুর ভিডিও ভাইরাল!

শ্রেয়া ঘোষালের চুমুর ভিডিও ভাইরাল!

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বরাবরই গান দিয়ে মাতিয়ে রাখেন পুরো বিশ্ব। তার

গানের সুর সবসময় মানুষের আলোচনার বিষয়বস্তু। কিন্তু এবার গান নয়, অন্য এক কারণে চর্চায়

এসেছেন ভারতের কলকাতায় জন্ম নেয়া শ্রেয়া ঘোষাল। সম্প্রতি শ্রেয়ার চুমুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এখন ছুটির মেজাজে দিন কাটাচ্ছে ভারতীয়রা। কাজের ফাঁকে বিরতি নিয়ে জমিয়ে ছুটি কাটাচ্ছেন তারকারাও। বাদ যাননি শ্রেয়া ঘোষালও। তিনি পাড়ি দিয়েছেন কেনিয়ার নাইরোবিতে।

সেখানেই ঢুঁ মারলেন জিরাফ সেন্টারে। জিরাফ কনসারভেশনের জন্যই বানানো হয়েছে এই বিশেষ সেন্টার। সেখানে গিয়ে খুশিতে জিরাফকে খাবার খাওয়ানোর সময় আদর করে চুমুও খেলের জিরাফের মুখে। নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর পোস্ট করার পর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

Check Also

‘এখন মরলেও তৃপ্তি নিয়ে মরতে পারবো’

ঢাকাই সিনেমায় ষাটের দশক থেকেই সফল পদচারণা সুজাতার। ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন …

Leave a Reply

Your email address will not be published.