





আসছে পহেলা বৈশাখে নতুন দুই গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।






এর মধ্যে একটি হলো ‘দোলে রে দোলে অঙ্গ দোলে’। শহীদুল্লাহ ফরায়েজীর কথায় সুর-সঙ্গীত করেছেন আলাউদ্দিন আলী। অন্য গানটির সুর-সঙ্গীত করছেন জুয়েল মোর্শেদ। রোমান্টিক ঘরানার এ গানটি শিগগির প্রকাশ হবে বলে জানান আঁখি।
তিনি বলেন, ‘বাংলা বছরের শুরুতেই নতুন দুটি গান প্রকাশ করব। নতুন গান প্রকাশের আনন্দটাই ভিন্ন রকম। দুটি গানই ভিন্ন ঘরানার। একটি হলো বৈশাখী গান আর অন্যটি রোমান্টিক। বৈশাখী গানের কথাগুলোর মধ্যে বাংলা নববর্ষের একটা আমেজ তুলে ধরা হয়েছে। এর ভিডিও ঠিক সে বিষয়টি মাথায় রেখে তৈরি করা হচ্ছে। আশা করি, গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।’