Home / মিডিয়া নিউজ / যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে চিন্তিত আমি: অক্ষয় কুমার

যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে চিন্তিত আমি: অক্ষয় কুমার

ফের ক’রোনা আ’ক্রান্ত হওয়ার দু:সংবাদ দিলেন অক্ষয় কুমার। শনিবার অভিনেতা টুইট বার্তা দিয়ে

জানিয়েছেন যে তিনি মা’রণ ভাই’রাস দ্বারা আ’ক্রান্ত হয়েছেন। আর সেই কারণেই

তিনি আগামী ১৭ মে কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন না।

এদিন অক্ষয়ের টুইট, “Cannes 2022 -এ গিয়ে ভারতীয় সিনেমার ধবজা ওড়ানোর কথা ভেবেছিলাম। কিন্তু, দুঃখের বিষয় আমি কো’ভি’ড আ’ক্রান্ত হয়েছি। বর্তমানে বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুর সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। সত্যিই খুব মিস করব।” জানা গিয়েছে, বর্তমানে নিভৃতাবাসে চলে গিয়েছেন অভিনেতা।

এই নিয়ে দ্বিতীয়বার ক’রো’না আ’ক্রান্ত হলেন রাম সেতুর অভিনেতা। গত বছর এপ্রিল মাসে কো’ভি’ড আ’ক্রান্ত হয়েছিলেন তিনি। সেইবার ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “কো’ভি’ড আক্রা’ন্ত হয়েছি।

সকালেই রিপোর্ট হাতে পেয়েছি। সমস্ত নিয়ম পালন করছি। হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসকদের সঙ্গে বাড়ি থেকেই যোগাযোগ রাখছি।”

তিনি এও বলেছিলেন, “খুব শীঘ্রই অ্যাকশনে ফিরব।” যাঁরা সেই সময় তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের ক’রোনা পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন, “যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে চিন্তিত আমি। অবশ্যই করোনা পরীক্ষা করান এবং স্বাস্থের যত্ন নিন।”

গত বছর Ram Setu ছবির শ্যুটিংয়ের মাঝেই করোনা আ’ক্রান্ত হয়েছিলেন বলিউডের খিলাড়ি। তাঁর টিমের ৪৫জনও ক’রোনা পজিটিভ হয়েছিলেন সেই সময়। বর্তমানে ‘পৃথ্বীরাজ’ ছবি নিয়ে ব্যস্ত Akshay Kumar।

চলতি বছরেই মুক্তি পাবে ‘রাম সেতু’। তাঁর প্রোমোশন নিয়েও পরিকল্পনা করেছিলেন অক্ষয়। তবে বর্তমানে সবটাই স্থগিত রাখতে হচ্ছে তাঁকে।

Check Also

নায়িকা হওয়ার জেদ: ১৫ বছর ঘর ছাড়া, জমি বিক্রি করে বানালেন সিনেমা

সিনেমার শীর্ষ নায়িকা হবেন বলে ছোটবেলায় চট্টগ্রামের আনোয়ার এলাকার বাড়ি ছেড়েছিলেন সুলতানা রোজ নিপা। প্রতিজ্ঞা …

Leave a Reply

Your email address will not be published.