Home / মিডিয়া নিউজ / সবকিছু ছেড়ে দিয়ে এখন ধর্মে মনোযোগী নায়িকা শাহনাজ

সবকিছু ছেড়ে দিয়ে এখন ধর্মে মনোযোগী নায়িকা শাহনাজ

জনপ্রিয় চিত্রনায়িকা শাহনাজ প্রায় ১৯ বছর ধরে নেই সিনেমাতে ছিলেন। এমন অনেকেই আছেন

ঢালিউডে যারা সিনেমা থেকে আড়ালে চলে গেলেও এখানকার মানুষের সঙ্গে যোগাযোগটা

রেখেছেন। শাহনাজ সেখানেও নিরব। সিনেমা সংশ্লিষ্ট কোনোকিছু বা কারো সঙ্গেই তার যোগাযোগ নেই।

শিল্পী সমিতির নির্বাচনে অনেক হারানো মুখের সন্ধান মিললেও শাহনাজকে দেখা যায়নি কখনো। তিনি ভোট দিতেও আসেন না। যে ইন্ডাস্ট্রির সুবাদে দেশজুড়ে খ্যাতি ও জনপ্রিয়তা সেই ইন্ডাস্ট্রি ছেড়ে কেন শাহনাজের এই নিরব হয়ে যাওয়া? এমন প্রশ্ন অনেকের।

উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ঢাকাতেই থাকেন শাহনাজ। বিয়ে করে সংসারী হয়েছেন। মন দিয়েছেন ধর্ম কর্মে। বাইরে খুব একটা যান না। যদিও বা যান বোরখায় নিজেকে ঢেকে রাখেন। সিনেমায় যারা তার কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন তারাও শাহনাজের দেখা পান না।

জীবন থেকে রঙিন দুনিয়ার সবকিছুই মুছে দিয়েছেন তিনি। চেষ্টা করেছেন আলোচনাহীন সাদামাটা এক জীবনে নিজেকে আবদ্ধ রাখতে। বলা চলে পেরেছেনও।

Check Also

‘আমার বিশ্বাস, পরীমনি চাইলে একদিন শাবানা হতে পারবে’

দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আবেদনময়ী এই নায়িকার মধ্যে বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শাবানাকে খুঁজে …

Leave a Reply

Your email address will not be published.