Home / মিডিয়া নিউজ / যেকারণে কাজে ফিরতে আগ্রহী হলেন নায়িকা পূর্ণিমা

যেকারণে কাজে ফিরতে আগ্রহী হলেন নায়িকা পূর্ণিমা

গত মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর

করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। কোরবানি ঈদের পর

থেকে নতুন ছবির পাশাপাশি অসমাপ্ত ছবিরও শুটিং শুরু হয়েছে।

অভিনয়ে ফিরেছেন সিনেমার তারকাশিল্পীরা। সেই ধারাবাহিকতায় দীর্ঘ সাত মাস কাজ বন্ধ রাখলেও অক্টোবরের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

অক্টোবরের মাঝামাঝি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিং শুরু হবে। এ ছবি দিয়েই ফিরছেন পূর্ণিমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল। সেজন্য পরিচালক সিডিউলও নিয়েছিল; কিন্তু সবকিছু সমন্বয় করতে না পারার কারণে শুটিং পিছিয়ে যায়।

এরপর অক্টোবরের মাঝামাঝি সিডিউল ঠিক করা হয়। এরই মধ্যে আমার সিডিউল নিয়েছেন পরিচালক। শুনেছি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই নাকি শুটিং করবেন নির্মাতা। সেজন্যই আমিও কাজে ফিরতে আগ্রহী হয়েছি। আশা করছি সুস্থভাবেই শুটিং শেষ করতে পারব।’

Check Also

নায়িকা হওয়ার জেদ: ১৫ বছর ঘর ছাড়া, জমি বিক্রি করে বানালেন সিনেমা

সিনেমার শীর্ষ নায়িকা হবেন বলে ছোটবেলায় চট্টগ্রামের আনোয়ার এলাকার বাড়ি ছেড়েছিলেন সুলতানা রোজ নিপা। প্রতিজ্ঞা …

Leave a Reply

Your email address will not be published.