Home / মিডিয়া নিউজ / নিজ গ্রামের বিলে মাছ ধরছেন নায়ক সাইমন সাদিক

নিজ গ্রামের বিলে মাছ ধরছেন নায়ক সাইমন সাদিক

সেরা অভিনেতা-সহ একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘জান্নাত’ সিনেমায় দেখা যায়,

রাস্তায় চলতে চলতে কিছু মানুষকে মাছ ধরতে দেখে ইফতেখার। লোভ সামলাতে না পেরে

এ চরিত্রের সাইমনও নেমে পড়ে পানিতে। কাদায় মাখামাখি হয়ে মাছ নিয়ে ফেরে জান্নাত চরিত্রের মাহিয়া মাহির কাছে।

শুধু সিনেমা নয়, বাস্তবেও মাছ ধরতে পছন্দ করেন হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের এই নায়ক। করোনার লকডাউনের মাঝে তিনি অনেকটা সময়ই আছেন গ্রামের বাড়িতে। এই অবসরে মাছও ধরেছেন তিনি।

শুক্রবার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন সাইমন। ক্যাপশন দেন, “গুড়া মাছের আখড়া, কলিজার গ্রামে।”

এ দিন কয়েকজন সঙ্গীকে নিয়ে স্থানীয় বিলে নেমে পড়েন সাইমন। তার কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দী করেন তার এক বন্ধু। এর আগেও বিভিন্ন সময়ে মাছ ধরার ছবি পোস্ট করে নিজের নেশার কথা জানিয়েছেন এই নায়ক।

২০১৯ সালে সাইমন সাদিককে নতুন কোনো সিনেমা দেখা যায়নি। বর্তমানে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ নিয়ে আলোচনায় আছেন তিনি, সিনেমাটির শুটিং শেষ। এ ছাড়া সম্প্রতি ‘নদীর বুকে চাঁদ’ সিনেমার গান প্রকাশ হয়েছে ইউটিউবে। তবে করোনা সং’কট কা’টিয়ে কবে মুক্তি পাবে তা অনিশ্চিত।

Check Also

‘আমার বিশ্বাস, পরীমনি চাইলে একদিন শাবানা হতে পারবে’

দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আবেদনময়ী এই নায়িকার মধ্যে বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শাবানাকে খুঁজে …

Leave a Reply

Your email address will not be published.