





এক সময় অনেক হিট ছবি উপহার দিয়েছিলেন শাকিল খান ও পপি জুটি। পরে তাদের বিয়ের গুঞ্জনও






উঠে। ওই সময় অস্বীকার করলেও টিভি পর্দায় সম্প্রতি পপি জানালেন, শাকিল খানের সঙ্গে তার






প্রেম ছিল। তবে অতীত তো অতীতই, এটা নিয়ে আর ভাবেন না। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের






টকশো ’সেন্স অব হিউমার’-এ হাজির হয়েছিলেন একাধিকবার জাতীয় পুরস্কারজয়ী পপি। সেখানেই স্বীকার করলেন শাকিলের সঙ্গে তার প্রেমের কথা। তিনি বলেন, ’কখনো কোনো হিরোর প্রেমে পড়িনি। ফার্স্টে একবার একজনের সাথে (শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। এটা আমার বলতে সমস্যা নেই।’ কেন সম্পর্ক ভাঙ্গল? এ প্রশ্নের উত্তরে ’গঙ্গাযাত্রা’ নায়িকা বলেন, ’শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না। আমি যতটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিল, অনেকগুলো বিয়েও ছিল। তাদের সাথে সে কমফোর্টেবল ছিল। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে।’
এসব ঘটনা জানার পর তাদের সম্পর্ক ভেঙে যায়। পপির মতে, প্রত্যেকের জীবনে ধাক্কা খাওয়ার প্রয়োজন রয়েছে। তাতে ভবিষ্যতে সতর্ক থাকা যায়। এছাড়া পর্দা জুটির ভেঙে যাওয়ায় শাকিলের পাগলামিকে দায়ি করেন পপি। যার কারণে প্রযোজক-পরিচালকরা তাদের নিয়ে পরে সিনেমা বানাননি। তবে জানাতে ভুলেননি তিনি জুটি প্রথায় বিশ্বাসী নন। অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিল-পপির একটি গান দেখাতে চান জয়। তখন ’না’ করেন নায়িকা। সম্পর্ক ভাঙার পর অনেকদিন পরস্পরের মুখোমুখি হননি শাকিল-পপি। মাস কয়েক আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্য পদে প্রার্থী হন পপি। ভোটের দিন শাকিলের কাছে ভোট চান তিনি। অনেকদিন পর্দায় নেই শাকিল খান। অন্যদিকে ক্যারিয়ার খুব একটা চাঙা না হলেও অনিয়মিতভাবে নায়িকা স্ট্যাটাস বজায় রেখেছেন পপি। তার নতুন সিনেমা ’সোনাবন্ধু’ মুক্তি পাবে ঈদুল আজহায়।