





হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের শারীরিক নির্যাতনের সংবাদ প্রকাশ্যে আসার পর থেকে একের






পর এক সিনে ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেত্রীরা তাদের অভিজ্ঞতার কথা বলে যাচ্ছেন। সেই তালিকা






থেকে বলিউডও যে পিছিয়ে নেই। বিদ্যা বালান সম্প্রতি তার নিজ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।






বিদ্যা তার হেনস্তা বিষয়ে বলেছেন, তাকেও এমন সব পরিস্থিতির স্বীকার হতে হয়েছিল। তখন কেবল মাত্র বিদ্যাসিনেমা জগতে পা রেখেছেন। তার বাবাকে সাথে করে অডিশনে যান। যাওয়ার পর একজন পরিচালক একটানা আমার বুকের দিকে শুধু তাকিয়ে ছিলেন। এটা সাধারণত যে কোনো মেয়ের কাছেই চরম অস্বস্তিকর মুহূর্ত। তাই বলে বিদ্যা কিন্তু চুপচাপ থাকেননি। বিদ্যা তার মুখের উপর প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন, কী দেখছেন? আর তাতেই পরিচালক হতচকিয়ে যায়। এ বিষয় জানার পরে সিনেমা জগত সম্পর্কে তার বাবার নেতিবাচক ধারণায় ভেঙে পড়ার সম্ভাবনায় বিদ্যা তার বাবাকে কিছুই বলেছিলেন না। তারপরেও হালের এই জনপ্রিয় নায়িকা এখনো সেই ঘটনা ভোলে যাননি।
বিদ্যা আরো বলেন, প্রতিটি নারীরই সিক্সথ সেন্স আছে। তারা অবশ্যই এটা বুঝতে পারেন যে, কোনটা খারাপ ইঙ্গিত আর কোনটা নয়।
বিদ্যার মতে, রুটি-রুজির জন্য সে কখনো তার মর্যাদা খোয়াতে পারবেন না। তবে যখন কোনো নারী কারও সাথে কফি খেতে যাচ্ছেন, তখন অবশ্যই সে চাইছে বলেই যাচ্ছে। এখন এটা ভালো কি খারাপ তা একমাত্র ওই নারীই অনুভূতি দিয়ে বুঝতে পারবেন। নারী কমপ্রোমাইজ করবে না অন্য কিছু করবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে যদি সে অস্বস্তি বোধ করে তাহলে শুরুতেই রুখে দাড়িয়ে কিংবা এড়িয়ে চললে হেনস্তার হাত থেকে অন্তত রক্ষা মিলবে।