





সহজ-সরল বেলায়েত বিকেলবেলা কক্সবাজার সৈকতে ছবি তুলে টাকা উপার্জন করেন। একদিন






দেখেন দূরে একটা মেয়ে চুপ হয়ে বসে আছে, নাম নীলাঞ্জনা। বেলায়েত তার কাছে গিয়ে ছবি তোলার কথা বললে নীলাঞ্জনা ছোট্ট করে একটা হাসি দিয়ে না বলে দেয়।






এভাবে দ্বিতীয় দিন যায়। তৃতীয় দিনে নীলাঞ্জনা বেলায়েতের কাছে জানতে চায়, আপনি কি ছবি তুলে মানুষের জীবন বদলে দিতে পারেন? বেলায়েত বলে, ‘লাইফ ইজ নট বিউটিফুল, লাইফ ইজ কালারফুল।’
এমনই গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন সাগর জাহান, নাম ‘লাইফ ইজ কালারফুল’। ঈদের বিশেষ এই নাটকটিতে মোশাররফ করিমকে দেখা যাবে সাগর পাড়ের ফটোগ্রাফারের চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে ‘লাইফ ইজ কালারফুল’।