





হিমাচল প্রদেশে ১৯৮৬ সালের ২৩ মার্চ জন্ম গ্রহণ করেন। বাবা-মা মাত্র ১৬ বছর বয়সে বিয়ে দিতে






চেয়েছিলেন, আর সে কারণেই ঘর ছাড়েন। কলেজ জীবনে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতেন আর এভাবেই একসময় গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি ঝুঁকে পড়েন। এ জন্য কলেজ জীবন শেষ না করেই আরেক কলেজে ভর্তি হন।
সেই কলেজ অবশ্য সাধারণ কলেজ ছিল না, ছিল মডেলিং শেখার কলেজ। দ্বাদশ শ্রেণিতে পর্যন্ত অধ্যয়ন করেই ২০০৩ সালে দিল্লির এলিট মডেলিং এজেন্সিতে যুক্ত হন। একই সাথে দিল্লির আসমিতা থিয়েটার গ্রুপে কাজ শুরু করেন। ২০০৫ সালে গ্যাংস্টার ছবির মাধ্যমে বলিউডে তাঁর দরজা খুলে যায়।