Home / মিডিয়া নিউজ / রেকর্ড গড়তে আসছে প্রভাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা!

রেকর্ড গড়তে আসছে প্রভাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা!

ক্যারিয়ারের সবচেয়ে ব্যবহুল সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক প্রভাস।

এই তারকার অভিনীত সিনেমাটির বাজেট ৫০০ কোটি রুপি, যা সিনেমাটির উপস্থাপনা, মুদ্রণ এবং প্রচারের জন্য বরাদ্দ করা বাজেট বাদ দিয়ে।

সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় ‘আদিপুরুষ’ সিনেমার বাজেট সম্পর্কে এই তথ্য জানিয়েছেন।

ভূষণ কুমারের ভাষ্য, ‘সিনেমাটি ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে। সিনেমাটি মুক্তির দিনে হাউসফুলসহ রেকর্ড গড়বে। আমরা জানি, সব শ্রেণির দর্শক এটি দেখতে আসবে; কারণ, সিনেমাটির সেই সক্ষমতা রয়েছে এবং এটি একটি একক ধরনের ইভেন্ট সিনেমা।’

ওম রৌত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সাইফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে আর সীতা চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। সানি সিং অভিনয় করবেন লক্ষ্মণের ভূমিকায়। থ্রিডি অ্যাকশন ড্রামা ‘আদিপুরুষ’ প্রভাসের সঙ্গে ওম রৌতের প্রথম কাজ এবং সাইফ আলি খানের সঙ্গে দ্বিতীয়।

এর আগে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে দাবি করেছিল, এই সিনেমায় প্রভাস পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি, যেটিকে ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে ধারণা করা হচ্ছে।

Check Also

নতুন ‘সংসার’ শুরু করলেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক : এক দশকের ক্যারিয়ারে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *