





এবার ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হলেন এক প্রযোজক।






টাকা ফেরৎ না দেয়ায় ‘দ্য আমেরিকান ড্রিম’ সিনেমার প্রযোজক জসিম উদ্দিন পপিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।






সূত্র বলছে, কিছুদিন আগে চিত্রনায়িকা পপি ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।






এ সিনেমা বাবদ তাকে সাইনিং মানি দেয়া হয়। কিন্তু পরবর্তীতে প্রযোজকের সঙ্গে বনিবনা না হওয়ায় সেই ছবি থেকে বাদ পড়েন তিনি।
এদিকে এরপর ছবির প্রযোজক জসিম উদ্দিন পপিকে সাইনিং মানি ফেরত দেয়ার অনুরোধ করেন। কিন্তু পপি তাতে সাড়া না দেয়ায় বাধ্য হয়ে ছবিটির প্রযোজক ওই উকিল নোটিশ পাঠিয়েছেন।
উকিল নোটিশ প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, ‘আমি আইনের বিরুদ্ধে কিছুই করতে চাই না। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পপিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কারণ আমার কাছ থেকে যে সাইনিং মানি নিয়েছিল সেটা এখনও ফেরত দেননি তিনি।’
প্রযোজক আরও জানান, ‘শুটিং শুরুর আগে পপি ফোন রিসিভ করা তো দূরে থাক, কোনো ধনের যোগাযোগই করেননি। বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি।
চুক্তিবদ্ধ হওয়ার আগে যেমন কথাবার্তা ছিল তার কোনোটাই পপি রক্ষা করেননি। এদিকে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের শুটিং শেষ করে আমেরিকায় শুটিং শুরু করার জন্য তাকে বাদ দিতে বাধ্য হয়েছি।’ এ ব্যাপারে পপির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।