





ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুপুর ওরুপে শাবনূর। তিনি পরিচালক এহতেশামের






‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন। এরই মধ্যে তিনি অনেক নাম করা






শিল্পীদের বহু গানে ঠোঁট মিলিয়েছেন। তবে তিনি যে খুব চমৎকার গাইতে পারেন সে কথা দর্শকদের
ভালো জানা ছিলনা। তবে গতকাল হঠাৎ মাইক্রোফোন হাতে পেয়ে সবাইকে যেন চমকে দিলেন!
এক কথায় ভরা মজলিশে সবার সামনে পপসম্রাট আজম খানের ‘চুপ চুপ চুপ/ অনামিকা চুপ/ কথা বলো না’ গানটি গেয়ে যেন তাক লাগিয়ে দিলেন।
গতকাল ছিল চলচ্চিত্র প্রযোজক শাহীন কবিরের জন্মদিন। আর এই জন্মদিনের পার্টিতে দেখা মিললো অন্য প্রতিভার এক শাবনূরের। চেনা শাবনূরকে অচেনা ভাবে পেয়ে উপস্থিত দর্শকরা হাত তালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে থাকে।
অনুষ্ঠানে শাবনূর ছাড়াও আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান, অমিত হাসান, নিরব, ইমন, জায়েদ খান, চিত্রনায়িকা নিপূন, পপিসহ আরো অনেক।