





বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একসময়ের নামকরা অভিনেতা আহমেদ শরীফ প্রায় আট শতাধিক






বাংলা অভিনয় করেছেন তিনি। তিনি মূলত খলনায়কের চরিত্রে অভিনয় করে থাকে এবং সেখানে






দুর্দান্ত অভিনয়ের কথা সকলেরই জানা এছাড়াও তিনি বিভিন্ন চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে অভিনয়






করেছেন এবং সেখানেও তার পারদর্শিতা দেখিয়েছেন বর্তমানে এই অভিনেতাকে আর তেমন দেখা যায় না সিনেমায়
আহমেদ শরীফ। ঢাকাই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন দীর্ঘদিন। ছিলেন হল মালিক। সেখান থেকে জড়িয়ে পড়েন সিনেমার প্রযোজনা ও অভিনয়ে।
প্রায় আট শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করে মুন্সিয়ানা দেখিয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য সুপার হিট ছবি।
বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যেই তার দেখা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কখনো একা কখনো বা স্ত্রীকে নিয়ে হাজির হন তিনি।
তেমনি দুটি ছবি পোস্ট করেছিলেন মঙ্গলবার (৩০ মার্চ)। সে ছবি দুটো ভাইরাল হয়েছে ফেসবুকে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে।
সেখানে আহমেদ শরীফকে দেখা গেছে মাথায় গুচ্চির টুপি পরা আর তার স্ত্রী মেহরুন আহমেদ ক্যামেরাবন্দী হয়েছেন লাল টুকটুক শাড়িতে।
ছবি দুটো পোস্ট করে আহমেদ শরীফ লিখেছেন, ’আমার সহধর্মিণী মেহরুন আহমেদ, যার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’
ছবি দুটো দেখে আপ্লুত বাংলা সিনেমাপ্রেমীরা। অনেকে দুজনের জন্য সুস্থতার প্রার্থনা জানাচ্ছেন। অনেকে আবার আহমেদ শরীফের অভিনয়কে মিস করেন বলেও মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ১৯৪৩ সালের ১৩ আগস্ট কুষ্টিয়া জেলার বানিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন আহমেদ শরীফ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
তার অভিনীত প্রথম সিনেমা ’অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ।
তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ’বন্দুক’ ছবিতে। এ ছবিটি সুপারডুপার হিট হয়।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্মও নির্মাণ করেছেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন
টেলিফিল্ম ’ক্ষণিক বসন্ত’। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ’ফুল ফুটে ফুল ঝরে’। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ’মাইরের ওপর ওষুধ নাই’।
ব্যক্তি জীবনে স্ত্রী মেহরুন আহমেদের সঙ্গে সুখের দাম্পত্যে এক কন্যার জনক তিনি।
একসময়ের গুণী অভিনেতার আর যারা ছিলেন তারা এখন আর সিনেমার নিয়মিত নেই পরিবার পরিজন নিয়ে অনেকেই দেশের বাইরে চলে গিয়েছেন আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে বেঁচে রয়েছেন তবে সিনেমা থেকে অনেকটাই দূরে