





বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। শাহরুখ খানকে






গোপনে বিয়ে করেছেন বলেও শোনা গিয়েছিল। এছাড়া শহীদ কাপুরের সঙ্গে প্রেম করছেন বলে






রীতিমতো আলোচনার ঝড় উঠেছিল শোবিজ পাড়ায়। প্রিয়াঙ্কা এখন বলিউড ছাড়িয়ে হলিউডে ব্যস্ত






সময় কাটাচ্ছেন। সেখানেই কাজের পাশাপাশি প্রেমে মজেছেন এই তারকা। এমন খবর প্রকাশ করেছে






হলিউড ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম। প্রিয়াঙ্কার প্রেমিকের নাম নিনক জোনাস।






পপ ও রক মিউজিকে ভীষণ জনপ্রিয় জোনাস অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। জিতেছেন \’গোল্ডেন গ্লোব\’ পুরস্কার। তবে প্রিয়াঙ্কার চাইতে বয়সে ছোট জোনাস। ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কার প্রেমিক জোনাসের বয়স ২৫ বলে জানা গেছে।
এদিকে কিছুদিন আগেই বাংলাদেশ সফর করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন এই তারকা।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর বিশ্ববাসীকে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রিয়াঙ্কা। তিনি বলেন, \’এই শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদের যত্ন নেয়া পৃথিবীর সবার দায়িত্ব। সবার এগিয়ে আসা উচিত।
সূত্র: আরটিভি অনলাইন