Home / মিডিয়া নিউজ / বলিউডের ৭ সুন্দরী, যারা পর্দায় বাবা-ছেলের সঙ্গে প্রেম করেছেন

বলিউডের ৭ সুন্দরী, যারা পর্দায় বাবা-ছেলের সঙ্গে প্রেম করেছেন

অসম্ভবকে সম্ভব করা যায় রঙ্গিন পর্দায়। যদিও বাস্তবের চিত্র তুলে ধরা হয় এখানে,

তবুও চলচ্চিত্র কাল্পনিক।এই বলিউড সুন্দরীরা চরিত্রের প্রয়োজনে কখনও বাবার সঙ্গে,

আবার কখনও ছেলের সঙ্গে ’অনস্ক্রিন’ রোমান্স করেছেন। মাধুরী দীক্ষিত :’দয়াবান’ ছবিতে

বিনোদ খন্নার সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন মাধুরী। ’মহব্বত’ ছবিতে বিনোদ

খন্নার ছেলে অক্ষয় খন্নার সঙ্গে মাধুরীর ’অনস্ক্রিন’ রোম্যান্স দর্শকমহলে জনপ্রিয় হয়েছিল।

শ্রীদেবী :ধর্মেন্দ্রর সঙ্গে ’নাকাবন্দি’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শ্রীদেবী। পরবর্তীকালে ’চালবাজ’, ’রাম অবতার’-সহ একাধিক ছবিতে সানি দেওলের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা গিয়েছে শ্রীদেবীকে।

কাজল আগরওয়াল:এছাড়াও দক্ষিণী নায়িকা কাজল আগরওয়াল বাবা চিরঞ্জীবী ও পুত্র রাম চরণের বিপরীতে অনস্ক্রিন রোমান্স করেছিলেন।

হেমা মালিনী :ড্রিম গার্লের ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা। রাজ কাপূরের সঙ্গে ’স্বপ্নো কা সৌদাগর’ ছবিতে যেমন নজর কেড়েছিলেন হেমা,

তেমনি রনধীর কাপূরের সঙ্গে ’হাত কা সাফাই’ এবং ঋষি কাপূরের সঙ্গে ’চাদর মইলি সি’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

অমৃতা সিংহ :এক সময় বড় পর্দা কাঁপানো এই নায়িকা ধর্মেন্দ্র সঙ্গে ’সাচ্চাই কি তাকত’ ছবিতে জুটি বেঁধেছিলেন। পরবর্তীকালে সানি দেওলের বিপরীতে ’বেতাব’ ছবিতেও তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যায়।

ডিম্পল কাপাডিয়া :বিনোদ খান্নার সঙ্গে ’খুন কা কর্জ’ ও ’ইনসাফ’ ছবিতে দেখা গিয়েছিল ডিম্পলকে। পরবর্তীকালে ’দিল চাহতা হ্যায়’ ছবিতে অক্ষয় খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

ধর্মেন্দ্রর সঙ্গে ’শেহজাদে’, ’বাতওয়ারা’-সহ একাধিক ছবির পাশাপাশি সানি দেওলের সঙ্গে ’নরসিমা’, ’অর্জুন’, ’আগ কা গোলা’র মতো ছবিতে রোমান্স করেছেন তিনি।

রানি মুখার্জি:’অনস্ক্রিন’ রোম্যান্সের পাশাপাশি অফস্ক্রিনেও অভিষেক-রানির সম্পর্ক নিয়ে অনেক গসিপ হয়েছিল। ’বান্টি অউর বাবলি’ ছবিতে এই অনস্ক্রিন জুটিকে দেখেছেন দর্শক। পাশাপাশি ’ব্ল্যাক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানির অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।

Check Also

অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে চান মাহি

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। গতকাল (সোমবার) …

Leave a Reply

Your email address will not be published.