





কয়েক দিন পর টলিপাড়ার প্রথম সারির নায়িকা শুভশ্রীর বিয়ের সানাই বেজে উঠবে।






তাই বর্ধমানের গঙ্গোপাধ্যায় পরিবারের বাড়িতে সাজ সাজ রব। ফলে আয়োজনে কোনো ত্রুটি রাখছেন না কনেপক্ষ।






আর দিন কয়েকের মধ্যেই শুভশ্রী গাঁটছড়া বাঁধবেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তার আগে নিজেই
নিজেকে সার্টিফিকেট দিলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন-
’আমার বর খুব ভালো একটা বউ পেয়েছে।’ অন্যদিকে মা ও শুভশ্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রাজ লেখেন- ’আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দুই নারী।’ কিছু দিন আগে হঠাৎ করেই রেজিস্ট্রি বিয়ে করেছিলেন রাজ ও শুভশ্রী।
তখনই শোনা গিয়েছিল মে মাস নাগাদ সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা। শুভশ্রী আগেই জানিয়েছিলেন, লাল বেনারসি, সোনার গহনা,
চন্দনে সেজে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। রাজও সাজবেন সাবেক সাজে। সব মিলিয়ে উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।