Home / মিডিয়া নিউজ / মেয়ের চিঠি পেয়ে আপ্লুত অভিষেক

মেয়ের চিঠি পেয়ে আপ্লুত অভিষেক

পৃথিবীর সবচেয়ে দামী উপহার পেয়েছেন অভিষেক বচ্চন। যা তাঁর বিশ্বসুন্দরী বউয়ের চেয়েও দুষ্প্রাপ্য।

মেয়ের হাতে লেখা ছোট্ট একটা চিঠি পেয়েছেন তিনি। স্টিকি নোটে ওপর লেখা ’আই লাভ ইউ পাপা’।

যা বুদ্ধি করে বাবার অফিসের ডেস্কটপে আটকে রেখেছিল আরাধ্যা। ওইটুকু মেয়ে ঠিক জানত অফিসে

ঢুকে বাবা সোজা এসে বসবে কম্পিউটারের সামনে। দু’মাস বাড়িতে ছিলেন অভিষেক। স্বাভাবিকভাবেই

আরাধ্যা তাঁকে খুব মিস করেছে। সেই সুবাদেই এই ছোট্ট চিঠি। অভিনেতা নিজের ইনস্টাগ্রামে সেই ছবি

শেয়ার করেছেন। যা দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি কতটা আপ্লুত মেয়ের এই চিঠি পেয়ে। এতদিন পর বাড়িতে এসে এরমক ওয়েলকামিং ট্রিটমেন্ট পেলে পৃথিবীর যেকোন বাবাই আনন্দে আত্মহারা হবে। তাইতো পোস্টটির ক্যাপশনে জুনিয়ার বচ্চন লিখেছেন ’আমার মেয়ে সেরা’৷

সেরা তো বটেই। ৬ বছরের বাচ্চা মেয়েটার মাথায় যদি এমন বুদ্ধি থেকে থাকে যে তাঁর বাবার কাছে সবচেয়ে দুর্লভ কী হতে পারে- তাহলে সেই মেয়ে তো সত্যিই সেরা।

মেয়ের ব্যাপারে কথা বলার সময় অভিষেক জানিয়েছেন, ’আমাদের পরিবারের মেয়েকে অভিনেত্রীই হতে হবে এমন কোন কথা নেই। আরাধ্যা খেলতে খুব ভালোবাসে।

ও যদি চায় তাহলে ও খেলার দুনিয়ায় নিজের জায়গা করে নিতে পারে। কোন অভিভাবকেরই নিজেদের ছেলেমেয়ের ওপর কিছু চাপানো উচিত নয়। সন্তানদের নিজের মনের মতো করে এগোতে দেওয়াটাই আমাদের দায়িত্ব।’
সূত্র : এনডিটিভি

Check Also

নতুন ‘সংসার’ শুরু করলেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক : এক দশকের ক্যারিয়ারে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *