





বলিউডের নতুন সেনসেশন ২৪ বছরের তরুণী সারা আলি খান। তারা একটি মার্কেটে দেখতে






পেয়ে এগিয়ে যান এক তরুণ। আবদার জানান সারার সঙ্গে সেলফি তুলবেন।






কিন্তু সাইফকন্যা ভক্তের এ আবদারকে মোটেই পাত্তা দেননি সারা। তিনি সেলফি তুলতে অস্বীকার করেন।






এ ঘটনাটি টুইটারে জানিয়েছেন রুবি জৈন নামে ওই ভক্ত।
রুবি টুইটে জানান, সারা আলি খানকে তিনি ফ্লিয়া মার্কেটে দেখতে পান। এর পর তার সঙ্গে একটি সেলফি তোলার অনুরোধ জানান।
রুবি বলেন, ’কিন্তু হঠাৎ করে সারার মনে হয় তিনি খুব জনপ্রিয় হয়ে গেছেন। আর এ কারণে অযথা কারো সঙ্গে সময় অপচয় করা ঠিক মনে করেননি। তাই সারা সেলফি তুলতে চাননি আমার সঙ্গে।’
এ টুইটটি যাদের নজরে পড়েছে, তারাই সারার নিন্দা করেছেন। অনেকেই সারার এই কাণ্ডের সমালোচনা করে টুইট করেছেন।
একজন টুইটে বলেছেন- ’আর এক আপকামিং বলিউড সেলিব্রেটি নিজেকে এখনই হাইফাই ভাবতে শুরু করেছেন। এখনও সারা আলির একটিও ছবি মুক্তি পায়নি, কিন্তু এখনই এ অহংকার।’
অভিষেক কাপুরের ’কেদারনাথ’ ও রোহিত শেট্টির ’সিম্বা’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন সারা।
যদিও কিছু আইনি জটিলতায় আটকে রয়েছে ’কেদারনাথ’ ছবিটি। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করবেন সারা।
অন্যদিকে ’সিম্বা’তে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে সাইফকন্যাকে।